অনলাইন ডেস্ক, ২২ আগস্ট।। ক্রিশ্চিয়ানো রোনালদোর খারাপ সময় যেন কাটছেই না। চ্যাম্পিয়নস লিগ খেলার জন্য মরিয়া রোনালদোকে কেউই দলে ভেড়ায়নি।
নিজ দল ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচেও তাকে সাইড বেঞ্চে বসে থাকতে দেখা গেছে। এখন তাকে দল থেকেই বাদ দেওয়ার কথা বলছেন ক্লাবটির কিংবদন্তি ফুটবলার ওয়েইন রুনি।
প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে বাজে শুরু করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম দুই ম্যাচের দুইটিই হেরে শূন্য পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে রয়েছে তারা। গত ত্রিশ বছরে একবারের জন্যও টেবিলের শেষে নামতে হয়নি তাদের।
তৃতীয় ম্যাচে ইউনাইটেডের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ। ব্রাইটন ও ব্রেন্টফোর্ডের কাছে হারের পর এবার তাদের খেলতে হবে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে। এই ম্যাচ থেকে তাই ক্রিশ্চিয়ানো রোনালদোকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইউনাইটেডের সাবেক এই তারকা।
ইউনাইটেডের হয়ে দুর্দান্ত ক্যারিয়ার পার করা রুনির মতে, এখন দলে বাড়তি উদ্যম ও ইতিবাচক শক্তির প্রয়োজন রয়েছে। যা তারুণ্যের মাঝে পাওয়া যেতে পারে। তাই ইউনাইটেডের কোচ এরিক টেন হাগকে ৩৭ বছরের রোনালদোকে বাইরে রেখে দল সাজানোর পরামর্শ দিয়েছেন রুনি।
সানডে টাইমসে নিজের কলামে রুনি লিখেছেন, ‘আমি টেন হাগের জায়গায় হলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে খেলাতাম না, আমি মার্কাস র্যাশফোর্ডকে খেলাতাম না। আমার মূল লক্ষ্য থাকতো মাঠে উজ্জীবনী শক্তি নিশ্চিত করা। ’
তিনি আরও লিখেছেন, ‘ইউনাইটেড একজন স্ট্রাইকার দলে নিতে পারেনি।
যে কারণে ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর ওপরেই নির্ভর করতে হয়েছে তাদের। যদিও সে বেশিদিন দলের সঙ্গে অনুশীলন করেনি। রোনালদোকে দেখে মনে হয়েছে ম্যাচ ফিট হওয়ার জন্য তার সময় লাগবে।