রাজন্য শাসিত ত্রিপুরার উন্নয়নে মহারাজাদের প্রশংসনীয় ভূমিকা ছিল : তথ্য ও সংস্কৃতি মন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের অবদানের জন্যই আমরা জাতি জনজাতি অংশের মানুষ ত্রিপুরাতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি। একটা সময় ছিল রাজ্যের উন্নয়নে ত্রিপুরার রাজাদের ভূমিকা অস্বীকার করে ইতিহাস বিকৃত করার চেষ্টা হয়েছিল।

রাজন্য শাসিত ত্রিপুরার উন্নয়নে মহারাজাদের প্রশংসনীয় ভূমিকা ছিল। বর্তমানে সরকার ত্রিপুরার উন্নয়নে রাজাদের ভূমিকা জনসমক্ষে এনে সব অংশের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছে। আজ সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ডিজিটাল মিডিয়া সোসাইটি আয়োজিত আলোচনাসভার উদ্বোধন করে একথা বলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

আলোচনার মূল বিষয় ছিল রাজন্য ত্রিপুরা ও ভারতের স্বাধীনতা সংগ্রাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. রুমা ভট্টাচার্য। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলন এবং তার সঙ্গে রাজন্য ত্রিপুরার নিবিড় যোগাযোগের বিষয়ে আলোচনা করেন। আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, ড. রুমা ভট্টাচার্য এই বিষয় নিয়ে গবেষণা করছেন।

তাঁর গবেষণা পুস্তিকা আকারে প্রকাশিত হলে আমরা এই বিষয়ে অনেক কিছু জানতে পারব। পরবর্তী প্রজন্মও উপকৃত হবে। তথ্য সংস্কৃতি মন্ত্রী বলেন, মহারাজা বীর বিক্রম ইউরোপ ভ্রমণে গিয়ে সেখানকার শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য পরিষেবার বিষয়গুলি অনুধাবন করেছিলেন এবং ত্রিপুরার উন্নয়নে কাজে লাগিয়ে ছিলেন।

তিনি আশা প্রকাশ করেন গবেষণার মাধ্যমে স্বাধীনতা আন্দোলনে ত্রিপুরার মানুষের অবদান প্রকাশিত হলে দেশের অন্যান্য মনিষীদের সঙ্গে রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের নামও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

রাজ্যের প্রচার মাধ্যমের বিষয়ে আলোচনা করতে গিয়ে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বলেন, মিডিয়াও একটি শিল্প। এই শিল্পেরও উন্নতি করতে হবে। সাংবাদিক হিসেবে কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান বর্তমান সরকার তাকে উৎসাহিত করবে।

এরজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চাই এই রাজ্যের সাংবাদিকরাও যেন সর্বভারতীয় পর্যায়ের সাংবাদিকদের সমমর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারেন। প্রসঙ্গক্রমে তিনি বলেন, আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ। তাতে রাজ্যের জনগণ উপকৃত হবেন। তা রাজ্যের পক্ষেও মঙ্গলজনক হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য প্রমুখ। এ উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ীদের অতিথিগণ পুরস্কৃত করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *