স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ আগস্ট।। আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তুলতে সরকার শিল্পের বিকাশ ও বাণিজ্যের সম্প্রসারণের উপর অগ্রাধিকার দিয়েছে। এই লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। শিল্প গড়ে উঠলে রোজগারের সুযোগও সৃষ্টি হবে। আজ বোধজংনগর শিল্পনগরী পরিদর্শন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।
মুখ্যমন্ত্রী বোধজংনগর শিল্পনগরী পরিদর্শনে এসে এদিন এখানকার শিল্পোদ্যোগীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় শিল্পোদ্যোগীদের কি কি সমস্যা রয়েছে সেসব বিষয়েও তিনি অবহিত হন।শিল্পোদ্যোগীদের সাথে মতবিনিময়ের সময় মুখ্যমন্ত্রী শিল্পের বিকাশে এই শিল্পনগরী এলাকায় যাতে আইন শৃঙ্খলা অক্ষুন্ন থাকে সে বিষয়ে গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, শিল্পোদ্যোগীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেদিকে আরক্ষা প্রশাসনকে কঠোর নজর রাখতে হবে। তাছাড়াও শিল্পনগরী এলাকায় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা থাকে সেদিকেও লক্ষ্য রাখতে বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এখানকার যে সমস্ত শিল্প ইউনিট বন্ধ হয়ে আছে, তা পুনরায় চালু করার জন্য মুখ্যমন্ত্রী ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমকে উদ্যোগ নিতে বলেন। এখানকার উৎপাদিত পণ্য বাজারজাতকরণের উপরও মুখ্যমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, শিল্পের বিকাশে রপ্তানি বাণিজ্যের উপর অধিক গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায়, মুখ্যসচিব জে কে সিনহা, রাষ্ট্র সচিব শরদিন্দু চৌধুরী, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিশেষ সচিব অভিষেক চন্দ্রা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, জিরানীয়া মহকুমার মহকুমা শাসক জীবনকৃষ্ণ আচার্য প্রমুখ।