স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৮ আগস্ট।। রাজ্যের তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্মসূচিতে সহায়তা দেওয়া হচ্ছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত যোগ্য তপশিলি জাতি অংশের ছাত্রছাত্রীদের ৪০০ টাকা প্রাকমাধ্যমিক বৃত্তি দেওয়া হচ্ছে।
বিগত ৪ অর্থবছরে ৭১ হাজার ৪০৮ জন ছাত্রছাত্রীকে প্রাক মাধ্যমিক বৃত্তি দিতে ৩ কোটি ২৫ লক্ষ ৬৪ হাজার টাকা ব্যয় হয়েছে। তাছাড়াও বর্তমান অর্থবছরে আরও ২৫,০০০ ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী ভগবান চন্দ্র দাস একথা জানান।
সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী শ্রী দাস আরও জানান, নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রাক মাধ্যমিক বৃত্তির (কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ৯০ : ১০ অনুপাতে) ক্ষেত্রে সমস্ত যোগ্য ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করা হয়। যেসব ছাত্রছাত্রীর পরিবারের বাৎসরিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে তাদের এই বৃত্তি দেওয়া হয়।
এক্ষেত্রে যারা ছাত্রাবাসে থাকে তাদের বছরে ৬ হাজার ২৫০ টাকা এবং অন্যান্যদের ৩ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়। তিনি জানান, এই প্রকল্পে গত ৪ বছরে ২০ হাজার ৭০৪ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। এজন্য ব্যয় হয়েছে ৫ কোটি ৮২ লক্ষ ৬৯ হাজার টাকা। ২০২২-২৩ অর্থবছরে আরও ১৪ হাজার ২৯৫ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
এই প্রকল্পে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে ছাত্রছাত্রীরা বাৎসরিক ছাত্রাবাস বৃত্তি পাবে ৭ হাজার টাকা এবং ছাত্রাবাসে থাকেন না এমন ছাত্রছাত্রীরা পাবে ৩ হাজার ৫০০ টাকা করে। সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের নির্দেশানুসারে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রাকমাধ্যমিক বৃত্তি পাওয়ার জন্য আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি ২.০-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
এই সম্পর্কিত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট www.tripura.scw.gov.in এ দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র দাস আরও জানান, সাফাই কাজে নিযুক্ত পরিবারগুলির প্রথম থেকে দশম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীদের বছরে ১০ মাসের জন্য প্রাক মাধ্যমিক বৃত্তি প্রদান করা হয়। এক্ষেত্রে বাৎসরিক বৃত্তির পরিমাণ ছাত্রাবাস বৃত্তি ৮ হাজার টাকা (তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত) এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তির পরিমাণ ৩ হাজার টাকা (প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত)।
তিনি জানান, বিগত ৪ বছরে ৩ হাজার ৩৭৮ জনকে এই বৃত্তি দেওয়া হয়েছে। এজন্য বায় হয়েছে ৯৭ লক্ষ ৪৪ হাজার টাকা। এই প্রকল্পে ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বাৎসরিক ছাত্রাবাস বৃত্তি ৮ হাজার টাকা এবং ছাত্রাবাস বহির্ভূত বৃত্তি ৩ হাজার ৫০০ টাকা। ছাত্রছাত্রীদেরকে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এনএসপি ২০-তে আবেদন করতে হবে।
এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়া রয়েছে। সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণমন্ত্রী জানান, একাদশ শ্রেণী থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ৯০ ১০ অনুপাতে সমস্ত তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়। এক্ষেত্রে যাদের পরিবার পিছু বাৎসরিক আয় ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত সীমিত তাদেরকে এই বৃত্তি দেওয়া হয়।
এই প্রকল্পে গত ৪ বছরে ৬৭ হাজার ২৫৬ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে আরও ২৬ হাজার ৮২৮ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তিনি জানান, বৃত্তি পাওয়ার জন্য ছাত্রছাত্রীদের দপ্তরের পোর্টালে আবেদন করতে হবে এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য দপ্তরের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।
সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী আরও জানান, প্রাক মাধ্যমিক বৃত্তি ব্যতীত ২০২০-২১ অর্থবছর থেকে বিভিন্ন পেশাগত পাঠ্যক্রমে পড়াশুনার জন্য তপশিলি জাতি ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা হিসেবে ১ লক্ষ টাকা দুই কিস্তিতে প্রদান করা হয়।
এই প্রকল্পে গত ২ বছরে মোট ৫০৭ জন ছাত্রছাত্রীকে সহায়তা দেওয়া হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ৪২০ জন ছাত্রছাত্রীকে সহায়তা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তপশিলি। জাতি কল্যাণ মন্ত্রী জানান, বাবু জগজীবন রাম ছাত্রাবাস যোজনায় রাজ্যে তপশিলি জাতি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী তপশিলি জাতি কল্যাণ দপ্তর পরিচালিত হোস্টেলগুলি থেকে এবছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীদের ফলাফলের উপর আলোকপাত করেন। তিনি বলেন, হোস্টেলগুলি থেকে মাধ্যমিক পরীক্ষায় বসা ১২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে ১২৩ জন উত্তীর্ণ হয়েছে।
উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে ৪০ জন পরীক্ষায় বসে। ৩৯ জন উত্তীর্ণ হয়। আজকের এই সাংবাদিক সম্মেলনে তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সচিব অভিষেক চন্দ্রা ছাড়াও দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস উপস্থিত ছিলেন।