জাগরণ সম্পাদককে সংবর্ধনা জানাল আগরতলা প্রেস ক্লাব

আগরতলা, ১৪ আগস্ট।। ত্রিপুরার সংবাদ জগতে অসামান্য অবদানের জন্য আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ আগরতলা প্রেস ক্লাবের সহ-সভাপতি অরুন নাথ, সম্পাদক প্রণব সরকার এবং সহ-সম্পাদক রমাকান্ত দে অসুস্থ জাগরণ সম্পাদকের বাসভবনে এসে মানপত্র, পুস্পস্তবক এবং শালের চাদর দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, এই সংবর্ধনা ১৫ই আগস্ট সন্ধ্যায় দেওয়া হবে বলে নির্ধারিত ছিল। কিন্তু অসুস্থ সম্পাদককে ওইদিন বিকেলেই চিকিৎসার জন্য কলকাতা নেওয়া হচ্ছে। এজন্যই আজ সম্পাদকের বাসভবনে এসে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

 

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *