আর কে ইনস্টিটিউশনে এনএসএস ইউনিটের সপ্তাহব্যাপী বিশেষ শিবির শুরু

স্টাফ রিপোর্টার, কৈলাসহর, ৪ মার্চ।। আর কে ইনস্টিটিউশনের ক্যাম্পাস হলে আজ স্কুলের এনএসএস ইউনিটের সপ্তাহব্যাপী বিশেষ শিবির শুরু হয়েছে। শিবিরের উদ্বোধন করেন ঊনকোটি জিলা পরিষদের সহকারি সভাধিপতি শ্যামল দাস।

শিবিরের উদ্বোধন করে জিলা পরিষদের সহাকরি সভাধিপতি শ্রীদাস বলেন, জাতীয় সেবা প্রকল্পে কাজ করতে হবে সত্যিকারের সেবার মানসিকতা নিয়ে। শুধুমাত্র সময়েই নয়, অন্য যেকোন সময়েই আর্ত মানুষের পাশে দাঁড়াতে হবে।

শিক্ষা গ্রহণের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে সেবার মানসিকতা গড়ে তুলতে হবে। মুখ্য অতিথি হিসেবে বিধায়ক মবম্বর আলী ছাত্রছাত্রীদের দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথির ভাষণে কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন চপলা দেবরায় বলেন, ভলবাসা ও সেবাই মানুষকে সঠিক পথ দেখায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দাস। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের এন এস এস ইউনিটের প্রোগ্রাম অফিসার শুভঙ্কর দেববর্মা।

সপ্তাহব্যাপী বিশেষ শিবিরে ৪০ জন এন এস এস স্বচ্ছাসেবী অংশ নিয়েছে। অনুষ্ঠানে স্কুল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান সুশান্ত মালাকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন বিদ্যালয়ের ছাত্ররা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *