অনলাইন ডেস্ক, ১১ আগস্ট।। রাজৌরি থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর পরগল সেনা চৌকিতে বৃহস্পতিবার ভোররাতে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে, ভোররাতের অন্ধকারে দুই সন্ত্রাসবাদী আত্মঘাতী হামলা চালায়।
পরে সুরক্ষা বাহিনীর গুলিতে দুই জঙ্গি মারা পড়েছে। সন্ত্রাসী হামলায় ৩ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন, আহত হয়েছেন ৫ জন। সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে সেনাবাহিনীর একজন অফিসারও রয়েছেন।
সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছেন ১৬ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মনজিন্দর সিং। রাজৌরি শহরের ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই চৌকিতে হামলার সময় সেনার একটি কোম্পানি মোতায়েন ছিল।
সংঘর্ষের পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। এক সেনা কর্তা বলেন, আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সেনা সূত্রের খবর, নিয়ন্ত্রণরেখা লাগোয়া ওই চৌকিতে হামলাকারীরা দুই জঙ্গি আদতে আত্মঘাতী বাহিনীর। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, তারা পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য।