স্টাফ রিপোর্টার, আমবাসা, ১১ আগস্ট।। পাঁচ দফা দাবি আদায়ের ভিত্তিতে আমবাসা থেকে গন্ডাছড়া যাওয়ার রাস্তায় গঙ্গানগর এলাকায় অবরোধে বসে তিপ্রা মোথা দলের কর্মী সমর্থকরা। আজ সকাল পাঁচটা থেকে সড়ক অবরোধে শামিল হয় তিপ্রা মোথা দলের সমর্থকরা।
তাদের দাবি দশ মাইল থেকে মালদা পাড়া যাওয়ার যে রাস্তা রয়েছে ওই রাস্তাটি দ্রুত সংস্কার করতে হবে, গংগানগর লেম্পস চৌমুহনী থেকে কলাবাড়ি যাওয়ার যে রাস্তাটি ওয়ার্ক ওর্ডার হয়ে রয়েছে সেই রাস্তার কাজ পাঁচ দিনের মধ্যে শুরু করতে হবে , রেগা প্রকল্পে সমভাবে তিপ্রা মোথা দলের কর্মীদের কাজ দিতে হবে, উন্নি স্মাইল হইতে ভরতচন্দ্র পাড়া রাস্তার সংস্কার অতি দ্রুত শুরু করতে হবে , গঙ্গানগর সাব-জুনের অন্তর্গত রাবার বেনি ফিসারিদের রাবার চারা এই মৌরসুমে প্রদান করতে হবে ।
এই পা৺চ দফা দাবির ভিত্তিতে পথ অবরোধে বসে তিপ্রা মোথা দলের সমর্থকরা। এই পথ অবরোধে উপস্থিত ছিল তিপ্রা মোথা দলের নেতৃত্ব জীবন জয় রিয়াং সহ অন্যান্য নেতৃবৃন্দ। উনাদের দাবি অতিসত্বর দাবি গুলি বাস্তবায়ন না করলে তারা পথ অবরোধ তুলবেন না।
খবর পেয়ে গঠনাস্থলে ছুটে যায় গঙ্গানগর থানার পুলিশ, গঙ্গানগর ব্লক আধিকারিক সহ প্রশাসনিক আধিকারিকরা। আলোচনা হয় অবরোধকারীদের সাথে। কিন্তু আলোচনায় কোন সুরাহা না হওয়ায় ছুটে যায় ধলাই জেলার অতিরক্ত জেলা শাসক ও সমাহর্তা অজিত শুক্ল দাস। আলোচনা চলে অবরোধকারীদের সাথে ।
অবশেষে অতিরিক্ত জেলাশাসক ও সমাহর তার প্রতিশ্রুতি পেয়ে পথ অবরোধ তুলে নেয় তিপ্রা মোথা দলের নেতৃত্বরা। এবং স্বাভাবিক হয় আমবাসা গন্ডাছড়া রাস্তার যান চলাচল।