স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ৬ আগস্ট।।কুলাঙ্গার পুত্র ও পুত্রবধূর হাতে দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করে অবশেষে তেলিয়ামুড়া থানার পুলিশের দ্বারস্থ এক অসহায় হতভাগা সত্তরোর্ধ্ব পিতা। এই লজ্জাজনক ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানা এলাকার মহারানীপুর কপালিটিলা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, মহারানীপুর কপালিটিলা এলাকার বাসিন্দা নৃপেন্দ্র সরকার (৭৫) উনি উনার ছোট ছেলে তথা নির্মল সরকার (৪৭) ও পুত্রবধূ দূর্গা সরকার(২৫)-র বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নির্যাতনের অভিযোগ নিয়ে তেলিয়ামুড়া থানার দ্বারস্থ হয় শনিবার।
জানা গেছে, কুলাঙ্গার পুত্র নির্মল তার বৃদ্ধ মৃত্যু পথযাত্রী পিতাকে মদ্যপান করে মারধোর সহ নির্যাতন করে বলে অভিযোগ।
তাছাড়া পুত্রবধূ দূর্গাও নাকি মদ্যপান করে বৃদ্ধ শ্বশুড়ের উপর চড়াও হয় এবং বিগত বেশ কয়েকবার নাকি শ্বশুড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিল । নৃপেন্দ্র সরকারের দুই পুত্রের মধ্যে বড় ছেলে শ্যামল সরকার বৃদ্ধ পিতা ও বিছানায় শয্যাসায়ী মার যাবতীয় খরচ বহন করলেও এই বাড়িতে থাকেন না।
তাছাড়া নৃপেন্দ্র সরকারের স্ত্রী দীর্ঘ প্রায় পাঁচ থেকে ছয় বছর যাবত বিছানায় শয্যাসায়ী হয়ে পড়ে রয়েছে। তার উপর ছোট ছেলে ও পুত্রবধূর নির্যাতন। সবকিছু মিলিয়ে ধৈর্যের বাঁধ ভেঙ্গে অবশেষে অসহায় পিতা সুবিচার পাওয়ার আশায় তেলিয়ামুড়া থানার পুলিশের দ্বারস্থ।
এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ কুলাঙ্গার পুত্র ও পুত্রবধুর বিরুদ্ধে কি ব্যাবস্থা গ্রহণ করে। তবে সমাজে এমন অনেক কুলাঙ্গার পুত্র নির্মল ও পুত্রবধূ দূর্গার মতো ভদ্র মুখোশধারী কুলাঙ্গারদের কারণেই অসহায় পিতা মাতাদের বর্তমানে স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে।