উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আইন অমান্য আন্দোলন, পুলিশের সাথে ধস্তাধস্তি

স্টাফ রিপোর্টার, উদয়পুর, ৫ আগস্ট।। দ্রব্যমূল্য বৃদ্ধি ,নিত্য প্রয়োজনীয় দ্রব্য, জিএসটি , বেকারত্ব ও অগ্নিপথ বাতিলের দাবিতে শুক্রবার দুপুর ১ টায় উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে আইন অমান্য আন্দোলন কর্মসূচি সংঘটিত করে কংগ্রেস কর্মীরা।

জেলা কংগ্রেস কর্মীরা মিছিল করে বিক্ষোভ করে দুপুরে উদয়পুর রাধাকিশোরপুর থানার সামনে বেরিগেট গড়ে তোলে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মী সমর্থকরা । এদিন প্রথমে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে শহরের নানা প্রান্ত থেকে মিছিল করে এসে জমায়েত হয় কংগ্রেস কর্মীরা ।

পরবর্তী সময় শহরের বুক চিরে সেই মিছিল অগ্রসর হতে থাকে সামনের দিকে। পরবর্তী সময় রাধাকিশোরপুর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও মোহর মোহর স্লোগানে উত্তপ্ত হয় গোটা থানা চত্বর। পরে একটা সময় থানার পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে কংগ্রেস কর্মীদের ।

পরে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথের নেতৃত্বে কংগ্রেস কর্মীদেরকে আটক করে পুলিশ। বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন
কাঁকড়াবন বিধানসভা কেন্দ্রের কংগ্রেস নেতা রাজিব সমাদ্দার , কংগ্রেসের যুব নেতা অভিজিৎ সরকার সহ গোমতী জেলার কংগ্রেস নেতৃত্ব ।

এদিনের কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ব্যাপক সারা লক্ষ্য করা যায় কর্মীদের মধ্যে । বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয় এদিন থানা চত্বরে ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *