স্টাফ রিপোর্টার, সোনামুড়া, ৪ আগস্ট।। খেলতে গিয়ে জলের ফিল্টারে পড়ে গিয়ে মৃত্যু হল দুই বছরের এক শিশুর। বৃহস্পতিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোনামুড়া থানাদিন ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ড এলাকায়।
শিশুটির বাবার নাম আলমগীর হোসেন। কান্নায় ভেঙ্গে পড়ে গোটা পরিবার।মৃত শিশুটির নাম মায়ার তকি (২)। জানাযায় আলমগীর হোসেনের বাড়ির উঠোনে একটি পুরনো ফিল্টার রয়েছে। ফিল্টারে ছিল কিছুটা জল , তখন ফিল্টারে বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে আচমকা ফিল্টারে উল্টে যায় শিশুটি।
তখন শিশুটি ফিল্টারে পরে গিয়ে তার মাথা নিচের দিকে এবং পা উপরের দিকে হয়ে যায়। এই ঘটনার সময় কাছাকাছি কেউ ছিলেনা বলে জানা যায় । কিছু সময় পার হওয়ার পর শিশুর মা এসে দেখে তার সন্তান ফিল্টারে পরে উল্টিয়ে আছে।
এমন অবস্থায় দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন। তখন তার চিৎকার চেঁচামেচিতে প্রত্যক্ষদর্শীরা ছুটে আসেন। প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তড়িঘড়ি শিশুটিকে সোনামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলেই ঘোষণা করেন।
তবে বৃহস্পতিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ অভিভাবকদের অসতর্কতার কারণেই একটি তরতাজা শিশুর অকালে প্রাণ হারাতে হলো। তবে এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।