অনলাইন ডেস্ক, ৪ মার্চ।। নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী মধ্য নাইজার রাজ্যে চার দিনের ‘বন্দুক যুদ্ধে’ ২০০ জনেরও বেশি সশস্ত্র দলের সদস্যকে হত্যা করেছে, যারা স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত। খবর ভয়েস অব আমেরিকা।
মুক্তিপণের জন্য গণ অপহরণে পরিচিত এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বারা ক্রমবর্ধমান সহিংসতা নিয়ন্ত্রণে লড়াই করে চলেছে দেশটি।
নাইজার রাজ্যের স্থানীয় বিষয় ও অভ্যন্তরীণ নিরাপত্তা কমিশনার ইমানুয়েল উমর বুধবার রাজ্যের রাজধানী মিন্নায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
উমর বলেন, রবিবার থেকে বুধবারের মধ্যে বিভিন্ন স্থানে এজেন্টদের সঙ্গে বন্দুকযুদ্ধে দস্যুরা নিহত হয়েছে এবং বেশ কিছু মোটরসাইকেল ও গবাদিপশু উদ্ধার করা হয়েছে। গ্যাং কমান্ডারদেরও হত্যা করা হয়।
আরও জানান, দস্যুদের হাতে দুই কর্মকর্তা নিহত হয়েছেন এবং আহত কর্মীরা চিকিৎসাধীন আছেন।
লাগোস-ভিত্তিক একটি টেলিভিশন স্টেশনের সঙ্গে সাক্ষাৎকারের সময় তিনি বলেন, কর্তৃপক্ষ রাজ্যের মহাসড়কগুলোতে নিরাপত্তা বাড়াচ্ছে।
স্থানীয় মিলিশিয়া ও সম্প্রদায়ের প্রধানসহ একটি যৌথ টাস্কফোর্সের অভিযানকে কর্তৃপক্ষ এই জয়ের কৃতিত্ব দিয়েছে।
নাইজেরিয়ায় ২০২০ সালের শেষের দিক থেকে দস্যুদের দ্বারা ব্যাপক অপহরণ ও হত্যাকাণ্ড বেড়েছে। সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
চলতি বছরের শুরুর দিকে নাইজেরিয়ার সশস্ত্র বাহিনী জানায়, তারা ৫৩৭ জন সশস্ত্র দস্যু এবং অন্যান্য অপরাধীকে হত্যা করেছে।