টাইগার-দিশার বিচ্ছেদের খবরে শোরগোল পড়ে গেছে বলি পাড়ায়

অনলাইন ডেস্ক, ২৮ জুলাই।। বলিউডের লাভ বার্ড টাইগার শ্রফ এবং দিশা পাটানি। এই জুটির প্রেমের সম্পর্কটা বি-টাউনে ওপেন সিক্রেট। প্রকাশ্যে নিজেদের প্রেম সম্পর্কে স্বীকৃতি না দিলেও আকারে ইঙ্গিতে দুজনে হামেশাই জানিয়ে দিতেন একে অপরকে কতটা ভালোবাসেন তাঁরা।

জোর গুঞ্জন, দীর্ঘ ছ’বছরের সম্পর্কের ইতি টেনেছেন তাঁরা। দিন কয়েক আগেই বিচ্ছেদের কথা ঘোষণা করেছেন বলিউডের আরও দুই তারকা শমিতা শেট্টি এবং রাকেশ বাপাট। টাইগার-দিশার বিচ্ছেদের খবরে শোরগোল পড়ে গেছে বলি পাড়ায়।

টাইগারের পরিবারের সঙ্গেও দারুণ সম্পর্ক দিশার। সংবাদ সূত্রের দাবি, দিশা এবং টাইগার উভয়ই এখন ‘সিঙ্গল’। টাইগারের ঘনিষ্ঠ সূত্র বিচ্ছেদের খবরে সিলমোহর দিয়েছে। তবে নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা। যদিও এখনও পর্যন্ত তাঁরা এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

লাইমলাইটের জগত থেকে নিজেদের সম্পর্ককে দূরে রাখতেই পছন্দ করেন এই দুই তারকা। প্রকাশ্যে একসঙ্গে ছবি পোস্ট করতে সহসা দেখা যায়নি তাঁদের। কখনও বিমানবন্দরে হাতে হাত রেখে, কখনও বা রোম্যান্টিক ‘ডিনার-ডেট’-এ পাপারাৎজিদের লেন্সবন্দি হয়েছেন তাঁরা।

অনেক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছে। মিউজিক ভিডিও ছাড়াও ‘বাঘি ২’ (২০১৮), ‘বেফিকরা’ সিঙ্গেলসে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। দিশাকে টাইগারের ‘বাগি ৩’ (২০২০) ছবিতেও দেখা গিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *