অনলাইন ডেস্ক, ৩ মার্চ।। ইউক্রেনে ভারতীয় নাগরিকদের নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। ইতিমধ্যেই ২ ভারতীয়র মৃত্যুর খবর সামনে এসেছে। শোনা যাচ্ছে পোল্যান্ড সীমান্তে ভারতীয়দের উপর অত্যাচারও করা হচ্ছে। এই সব নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তাঁরা ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি বিবৃতি অনুসারে, দুই নেতা ইউক্রেনের পরিস্থিতি পর্যালোচনা করেছেন। বিশেষ করে খারকিভ শহরে আটকে থাকা ভারতীয়দের নিয়ে কথা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে রাশিয়া খারকিভ থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। রাশিয়ার অভিযোগ ভারতীয় ছাত্রদের পণবন্দি করছে ইউক্রেন।
রাশিয়ার তরফে বিবৃতিতে বলা হয়েছে: “আমাদের তথ্য অনুসারে, খারকিভে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জোর করে ভারতীয় ছাত্রদের একটি বড় দলকে আটকে রেখেছে। তারা ইউক্রেন অঞ্চল ছেড়ে বেলগোরোডে যেতে চায়৷ ইউক্রেন তাদের সেই অঞ্চলের মধ্য দিয়ে যাওয়ার প্রস্তাব দেয় যেখানে লড়াই চলছে বেশি।
রাশিয়ার সশস্ত্র বাহিনী ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত। ভারতীয়দের সামরিক পরিবহন বিমান বা ভারতীয় বিমান দিয়ে রাশিয়ার ভূখণ্ড থেকে দেশে আনার প্রস্তাবও দিয়েছে রাশিয়া।
মোদী রবিবার থেকে ইউক্রেনে ভারতীয় নাগরিকদের সুরক্ষা নিয়ে একাধিক বৈঠক করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে তাদের দেশে ফিরিয়ে আনাই তাঁর সরকারের কাছে অগ্রাধিকার পাবে। এদিন মোদী-পুতিনের কথোপকথনের সময় সেখানে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং পীযূষ গোয়েল।
ইউক্রেনের ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে ভারতীয়রা যেন আজই খারকিভ ছেড়ে চলে যান। যদিও এই নির্দেশ কিছুদিন আগেই দিয়েছিল নয়াদিল্লি। কারণ রাশিয়া ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরে বোমাবর্ষণ তখন শুরু করেছিল।