মিয়ানমারের সামরিক সরকার চারজন অভ্যুত্থানবিরোধী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে

অনলাইন ডেস্ক, ২৫ জুলাই।। মিয়ানমারের সামরিক সরকার চারজন অভ্যুত্থানবিরোধী কর্মীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বলা হচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে কয়েক দশকের মধ্যে মৃত্যুদণ্ড কার‌্যকর প্রথম ব্যবহার এটি। খবর বিবিসির।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- অং সান সুচির পার্টির সাবেক আইনপ্রণেতা ফিও জেয়া থাউ, লেখক ও অ্যাক্টিভিস্ট কো জিম্মি, এই লা মায়ো অং এবং অং থুরা জায়োর। সন্ত্রাসী কার্মকাণ্ডের জন্য তাদেরকে অভিযুক্ত করা হয়। সামরিক সরকার জুন মাসে প্রথম মৃত্যুদণ্ডের ঘোষণা দিলে বিশ্বব্যাপী নিন্দার সম্মুখীন হয়।

গত বছর এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে বিরোধীদের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চালায় সেনাবাহিনী। সামরিক বাহিনীর বিরুদ্ধে মিলিশিয়াদের লড়াইয়ে সহায়তা করার দায়ে ওই চারজনকে অভিযুক্ত করা হয়েছিল।

জানুয়ারিতে তাদের মৃত্যুদণ্ডের রায় হয়। ক্ষমতাসীন সামরিক জান্তা কর্তৃক নিষিদ্ধ ঘোষিত মিয়ানমারের ছায়া প্রশাসন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এ মৃত্যুদণ্ডের নিন্দা জানিয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *