বিশালগড়ে বিশালাকার অজগর উদ্ধার, বনকর্মীরা নিয়ে গেলেন চিড়িয়াখানায়

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২১ জুলাই।। বিশালগড় ২ নং চন্দনগর ধান জমি থেকে এক বিশালাকার অজগর উদ্ধার হল বৃহস্পতিবার। খবরে প্রকাশ বিশালগড় চন্দ্রনগর ধ্বজনগর সহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত বাড়ি, জমি, রাস্তায় অজগর উদ্ধার হচ্ছে।

মানুষ এক প্রকার আতঙ্কেই দিন কাটাচ্ছেন বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত যেভাবে অজগর সাপ উদ্ধার হচ্ছে তা বলাই বাহুল্য। প্রতিদিনের মতো বৃহস্পতিবার ধ্বজনগর এলাকার কৃষক হেলন মিয়া ধান জমিতে কাজ করতে যায়।

ঠিক তখনই দেখতে পান বিশাল আকার অজগর সাপ জমিতে পড়ে রয়েছে। চিৎকার শুরু করতেই এলাকার যুবকরা দ্রুত ছুটে আসেন ও ধান জমি থেকে অজগর সাপটিকে উদ্ধার করেন।

পরবর্তী সময়ে সিপাহীজলা বনদপ্তরে খবর দিলে সিপাহীজলা বনদপ্তরের আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা ছুটে আসেন। এলাকা থেকে অজগর সাপটিকে উদ্ধার করে চিড়িয়াখানায় নিয়ে যান।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *