১০ জুলাই ল এন্ট্রান্স পরীক্ষা স্থগিত হল, ছাত্র আন্দোলনের সুফল বললেন সম্রাট

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২ জুন।। আগামী ১০ জুলাই এন্ট্রান্স পরীক্ষা স্থগিত হলো। এই এন্ট্রান্স পরীক্ষাটি আগামী ১২ই জুলাই স্থানাতারিত হলো। এই নিয়ে আজকে আগরতলা পোস্ট অফিসস্থিত কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন সম্রাট রায়।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসইউএই এর প্রদেশ সহ- সভাপতি রাজদীপ ঘোষ, ছাত্রনেতা সঞ্জয় পাল, সৌম্যাজ্যতি দেবসহ অন্যনানো নেতৃবৃন্দ।

প্রসঙ্গত,এনএসইউআই এর ত্রিপুরা প্রদেশ সভাপতি ছাত্রনেতা সম্রাট রায়ের নেতৃত্বে আইন কলেজের পরীক্ষার সূচি পরিবর্তন করার জন্য অতিসম্প্রতি শিক্ষা ভবনে উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে সাক্ষাৎ করে ডেপুটেশন দেয়া হয়েছিল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *