অনলাইন ডেস্ক, ৩০ মে।। ভারতের হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকরের ১৩৯তম জন্মদিনে বায়োপিকের পোস্টার প্রকাশ্যে আনেন নাম ভূমিকার অভিনেতা রণদীপ হুদা। এ নিয়ে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।
রণদীপ টুইটারে শনিবার পোস্টার প্রকাশের পাশাপাশি জানান, আগস্টে মুক্তি পাবে ‘সত্বন্ত্রবীর সাভারকর’। পোসটারে লেখা আছে, ‘হিন্দুত্ব ধর্ম নয়, একটি ইতিহাস।’
দেশটির সংবাদমাধ্যম জানায়, ‘সত্বন্ত্রবীর সাভারকর’ নিয়ে একে অপরকে ‘দেশবিরোধী’ এবং ‘জাতিবিদ্বেষী’ বলে আক্রমণ শুরু করেছে মুসলিম ও হিন্দু সংগঠনগুলো। এক দিকে রয়েছে ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া’ বা পিএফও, অন্যদিকে হিন্দু মহাসভা ও বিশ্ব হিন্দু পরিষদ।
পিএফআই-র অভিযোগ, বিজেপি জামানায় ‘দেশবিরোধী’ এক ব্যক্তিকে দেশপ্রেমিক বলে প্রচারের পন্থা শুরু হয়েছে। মহাত্মা গান্ধী হত্যায় জড়িত থাকায় অভিযুক্ত একজনকে দেশপ্রেমিক বলে তার সব অপরাধ লুকনোর মরিয়া প্রয়াস চলছে বলে অভিযোগ করেছে। পাল্টা পিএফআইকে খোঁচা দিয়েছে হিন্দু মহাসভা ও বিশ্ব হিন্দু পরিষদ। দুই হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিক্রিয়া, যে সংগঠনের বিরুদ্ধে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার ভুরি ভুরি অভিযোগ, তাদের কাছে দেশপ্রেমের সবক নেওয়া হাস্যকর।
বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশলের কথায়, ‘‘যে সংগঠন দেশবিরোধী এবং ভারতবিরোধী, সন্ত্রাসবাদীদের সঙ্গে সম্পর্ক রাখায় অভিযুক্ত, যাদের বিরুদ্ধে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তদন্ত করছে, তারা এখন ‘জাতীয়তাবাদ’ নিয়ে সবক বিলোচ্ছে!’’
হিন্দু মহাসভার সভাপতি স্বামী চক্রপানি মহারাজের মন্তব্য, ‘‘বীর সাভারকরকে দেশদ্রোহী বলা পিএফআই-কে নিন্দার কোনো ভাষা নেই।’’
‘স্বতন্ত্রবীর সাভারকর’ পরিচালনা করেছেন একাধিক হিন্দি, মরাঠি, তেলুগু ছবির পরিচালক মহেশ মঞ্জরেকর।