স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ মে।। সিট্যুর রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে ভাষণ রাখতে গিয়ে প্রথমবার নিজের আলোচনায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর কথা তুলে ধরেন বিরোধী দলনেতা মানিক সরকার।
তিনি জানান নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তার পরিবারের সাথে বামপন্থীদের পুরনো সম্পর্ক। মুখ্যমন্ত্রীর বড়ভাই বামেদের সময়ে তৎকালীন পুর পরিষদের মনোনীত কাউন্সিলার ছিলেন। এমনকি মানিক সরকার বলেন নতুন মুখ্যমন্ত্রীর সাথে তাদের ব্যক্তিগত কোনও বিরোধ নেই।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন মানিক সরকার। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলি পুরণ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।