অনলাইন ডেস্ক, ২৭ মে।। দীর্ঘ ১৭ বছর এক ছাদের নিচে থেকেছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা হংসল মেহতা ও সাফিনা হোসেন। অনিবন্ধিত সংসারে দুই কন্যাসন্তান আছে তাদের। তবে জীবনের শেষ দিকে এসে বিয়ে করেছেন হংসল-সাফিনা। ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে একটি ছোট পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন। হংসল মেহেতা একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা এবং সফিনা হোসেন একজন সমাজকর্মী। মেয়েদের শিক্ষার জন্য যার উদ্যোগের খবর হামেশাই উঠে আসে শিরোনামে।
বিয়ের কিছু মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে হংসল মেহেতা লেখেন, ‘১৭ বছর কেটে গিয়েছে, আমাদের দুটি সন্তান। তাদের বড় হতে দেখে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জীবনে বাকিসব কিছুর মতোই এটিও অপরিকল্পিত ছিল, তবে অবশ্যই আমাদের প্রতিজ্ঞাটি সত্যি এবং শেষ পর্যন্ত সব কিছুর ওপর ভালোবাসাটাই প্রাধান্য পায়।’
তাদের এই পোস্টটিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তারকারা। হংসল মেহেতা পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে অন্যতম হলো— ‘আলিগড়’, ‘ছালাঙ্গ’ ও ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’।