জাতিসংঘে উত্তর কোরিয়ার পক্ষ নিলো চীন ও রাশিয়া

অনলাইন ডেস্ক, ২৭ মে।। জাতিসংঘে উত্তর কোরিয়ার পক্ষ নিলো চীন ও রাশিয়া। পিয়ংইয়ং-এর নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় আরও নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন চাপের বিরুদ্ধে বৃহস্পতিবার ভেটো দেয় দেশ দুটি। খবর ভয়েস অব আমেরিকা।

নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্য-রাষ্ট্রের সবাই যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এতে উত্তর কোরিয়ায় তামাক ও তেল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাব ছিল। এ ছাড়া লাজারাস হ্যাকিং গ্রুপকে কালো তালিকাভুক্ত করার কথা ছিল, যুক্তরাষ্ট্রের মতে এটি উত্তর কোরিয়ার সাথে সম্পৃক্ত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া সফরের পর এবং উত্তর কোরিয়া তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার একদিন পর ভোট নেওয়া হলো।

ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলোর একটি বৃহত্তম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল। এই বছরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্যে এটি ছিল সর্বসাম্প্রতিক। এই ক্ষেপণাস্ত্র নিরাপত্তা পরিষদ দ্বারা নিষিদ্ধ।

২০০৬ সাল থেকে নিরাপত্তা পরিষদ স্থির ও সর্বসম্মতিক্রমে পিয়ংইয়ং-এর পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করার লক্ষ্যে নিষেধাজ্ঞা বাড়িয়ে আসছে।

পরিষদ সর্বশেষ ২০১৭ সালে দেশটির উপর নিষেধাজ্ঞা কঠোর করেছিল। তখন থেকে চীন ও রাশিয়া মানবতার কারণে নিষেধাজ্ঞা শিথিল করার জন্য চাপ দিয়ে আসছে। আর বৃহস্পতিবার তাদের ভেটোর মাধ্যমে প্রথমবারের মতো সর্বজনীনভাবে সর্বসম্মতি ভাঙা হলো।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *