ভগিরথ পাড়ায় দুই দিনব্যাপী খুমপুই উৎসবের উদ্বোধন করলেন পর্যটনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গন্ডাতুইসা, ২ মার্চ।। ডুম্বুর জলাশয়ে দু’টি হাউজ বোট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই হাউজ বোটগুলি চালু হলে নারকেলকুপ্ত এবং ডম্বুর জলাশয়ের গুরুত্ব আরও বেড়ে যাবে। গণ্ডাতুইসা মহকুমার ভগিরথ পাড়াতে রাইমা নদীর পাশে গতকাল দু’দিনব্যাপী খুমপুই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায় একথা বলেন।

তিনি বলেন, ডুম্বুর জলাশয় পর্যটনের মানচিত্রে এক বিশেষ স্থান অধিকার করেছে। তিনি বলেন, ভগিরথ শিবমন্দির প্রাঙ্গণকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যে পর্যটন দপ্তর বিশেষ উদ্যোগ গ্রহণ করবে। ঘুমপুই উৎসবকে কেন্দ্র করে উদয়পুর, অমরপুর, জম্পুইজলা, তেলিয়ামুড়া ইত্যাদি স্থান থেকে শত শত পূর্ণার্থী এই ধর্মীয় পর্যটন কেন্দ্রে ভীড় করে থাকেন।

এই পূণার্থীদের যাতে কোন সমস্যা না হয় সেদিকে প্রশাসন বিশেষ ভাবে নজর রেখে চলে। অনুষ্ঠানে বিশেষ অতিথি জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, রাজ্য সরকার জনজাতি সম্প্রদায়ের ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে। সমগ্র রাজ্যেই পূর্ববর্তী সরকারের আমলে যেখানে মাত্র ৫টি একলব্য মডেল বিদ্যালয় স্থাপন করা হয়েছিল বর্তমান সরকারের মাত্র চার বছরে সেখানে ২০টি একলব্য মডেল বিদ্যালয় স্থাপন করা হয়েছে।

এতে প্রায় ১০-১২ হাজার ছাত্রছাত্রী বিনামূল্যে পড়াশুনার সুযোগ পাচ্ছে। বিশেষ অতিথির ভাষণে সাংসদ রেবর্তী ত্রিপুরা বলেন, জনজাতিদের উন্নয়নে রাজ্য ও কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এর সুফলও পাওয়া যাচ্ছে। বিগত চার বছরে ভগ্নিরথের রাস্তাঘাট, পানীয়জল ও বিদ্যুৎ পরিষেবার যথেষ্ট উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে এছাড়াও বিধায়ক ধনঞ্জয় ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াৎ, ধলাই জেলার অতিরিক্ত জেলাশাসক অজিত শুরুদাস বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন গন্ডাছড়া মহকুমার মহকুমা শাসক অরিন্দম দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদা অজ্ঞা বিপ্ৰসাধন জমাতিয়া।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *