অনলাইন ডেস্ক, ২৭ মে।। এবার দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসরকারিকরণের লক্ষ্যে প্রক্রিয়ায় গতি বাড়াল কেন্দ্র। কেন্দ্রের একটি সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই বুধবার এমনটাই জানিয়েছে। কেন্দ্রের মোদি সরকার আগেই ‘ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট’ সংশোধন করে রাষ্ট্রয়ত্ত ব্যাংকগুলিতে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত করার বার্তা দিয়েছিল।
সূত্রের খবর, সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এ বিষয়ে একটি বিল পাস করাতে চায় কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ গতবছরই জানান, কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারিকরণ প্রক্রিয়া শুরু করতে চায় কেন্দ্র। তাই ১৯৭০ ও ১৯৮০ সালের ব্যাংক জাতীয়করণের আইন দু’টি এবং ১৯৪৯-এর ব্যাংক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে।
অর্থমন্ত্রক সূত্রের খবর, সেই প্রক্রিয়াতেই তোড়জোড় শুরু হয়েছে। সরকার ‘ব্যাংকিং রেগুলেশন অ্যাক্টে’র খসড়াও প্রস্তুত করা শুরু করে দিয়েছে। সব ঠিক থাকলে বাদল অধিবেশনেই এই সংশোধনী পাশ করিয়ে নেওয়া হবে।