স্টাফ রিপোর্টার, আমবাসা, ২৫ মে।। বুধবার দিল্লিতে বিজেপি কার্যালয়ে দলের সভাপতি জে পি নাড্ডা বুথ স্বশক্তিকরণ কর্মসূচিতে অংশ নিলেন। ভাষণও দিলেন। দিল্লির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বলা যেতে পারে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির প্রস্তুতি শুরু।
পূর্ব ত্রিপুরা আসনের বিধায়ক ও সাংসদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন জে,পি নাড্ডা। বুথকে আরও শক্তিশালী করার জন্য এই সভা বলে জানিয়েছেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। বুধবার আমবাসা পিআরটিএর কনফারেন্স হলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত বিধানসভা ও লোকসভা নির্বাচন নিয়ে এই বৈঠকে রনকৌশল তৈরি হবে।
এদিনের এই বৈঠকে পূর্ব ত্রিপুরা আসনের বিধায়ক, মন্ত্রী ও সংসদ উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকে একে একে সব বিধায়ক মন্ত্রী এবং সাংসদ উপস্থিত হয় পি,আর,টি,আই কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, মন্ত্রী ভগবান দাস, সান্তনা চাকমা সহ বিধায়করা।