অনলাইন ডেস্ক, ২৫ মে।। ভক্তদের অপেক্ষার পালা শেষ হলো। প্রকাশিত হলো মার্ভেল স্টুডিওর নতুন চলচ্চিত্র ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’-এর চোখ ধাঁধানো ট্রেলার। দেখা গেলো সুপারভিলেন ‘গর’-কেও। মার্ভেল কমিকসের অন্যতম জনপ্রিয় চরিত্র ‘থর’।
বরাবরের মতই দেবতা থরের চরিত্রে হলিউড তারকা ক্রিস হেমসওর্থ। ‘গর’ রূপে দেখা গেছে ক্রিশ্চিয়ান বেলকে। ‘গার্ডিয়ান অব গ্যালাক্সি’র পিটার কুইলের ভূমিকায় ক্রিস প্র্যাট ও ভ্যালক্যারির ভূমিকায় রয়েছেন টিজা থম্পসন। ট্রেলারে নির্মাতা তাইকা ওয়াতিতিকে থরের গল্প বলতে শোনা যায়, যে কিনা ৫০০ তম বারের মতো পৃথিবীকে রক্ষা করছে। ট্রেলারে ‘গর’-এর ভয়াল রূপ আর ‘থর’-এর অ্যাকশন বরাবরের মতোই মুগ্ধ করেছে মার্ভেলপ্রেমীদের।
২০১১ সালে মুক্তি পেয়েছিল ‘থর’। তার দুইবছর পর এসেছিল ‘থর -দ্য ডার্ক ওয়ার্ল্ড’। ২০১৭ সালে মুক্তি পায় ‘থর-র্যাগনারক’। তার পাঁচ বছর পর বড়পর্দায় আসছে ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’। ৮ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি।