NCB: আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই আরিয়ানের

অনলাইন ডেস্ক, ২ মার্চ।। অবশেষে বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান মাদক কেলেঙ্কারিতে যুক্ত নন বলে জানালেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) তদন্তকারী কর্মকর্তারা।

বেশ কিছু ভারতীয় গণমাধ্যমের প্রতিনিধিকে এমনটাই জানিয়েছ এনসিবি সূত্র। তবে এখনো মামলার তদন্ত শেষ হয়নি। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে তদন্তকারী কর্মকর্তারা আরও মাস কয়েক সময় চান। হিন্দুস্থান টাইমস।

শাহরুখপুত্র আরিয়ান মাদক মামলায় প্রায় এক মাস জেলেও ছিলেন । জামিনে মুক্তি পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান। ঘটনার পাঁচ মাস পর তদন্তকারী কর্মকর্তারা জানান, আরিয়ান নির্দোষ!

অভিযোগ উঠেছিল, আরিয়ান আন্তর্জাতিক মাদক চক্রের অংশ। তিনি মাদকের ব্যবসার সঙ্গে জড়িত। নিজে মাদক গ্রহণ করেন। তবে এ অভিযোগের বিষয়ে কোনো রকম তথ্য–প্রমাণ পায়নি এনসিবির বিশেষ তদন্তকারী দল। একই সঙ্গে গত ২ অক্টোবর কোর্ডেলিয়া ক্রুজ থেকে আটক করা হয়েছিল আরিয়ানকে, সে ঘটনায় অনিয়মের প্রমাণ পেয়েছে তারা। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ওই অভিযান চালানো হয়নি।

তদন্তকারী দলের কর্মকর্তারা জানান, আরিয়ানের বিরুদ্ধে এনসিবির মুম্বাই ইউনিটের করা অভিযোগ সম্পুর্ণ ভিত্তিহীন। আরিয়ানকে পুরোপুরি খালাসের সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরিয়ান খানের কাছে কোনো মাদক পাওয়া যায়নি। তার ফোন বাজেয়াপ্ত করার প্রয়োজন ছিল না। তার ব্যক্তিগত চ্যাট খতিয়ে দেখাটাও অযৌক্তিক ছিল। তা ছাড়া সেই চ্যাটে এমন কিছুই নেই, যা থেকে এটা প্রমাণিত হয়, আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে কোনো রকম সম্পর্ক রয়েছে আরিয়ানের। এমনিতে ভারতে যেকোনো তল্লাশি চালানোর সময় ভিডিও রেকর্ড করা বাধ্যতামূলক। সেদিন সমীর বানখেড়ে বা তার দলের কেউ ভিডিও করেননি। এ তদন্ত থেকে যেসব তথ্য উঠে আসছে, তাতে আরও প্রশ্ন উঠছে এনসিবির মুম্বাই বিভাগে সাবেক আঞ্চলিক পরিচালক সমীর বানখেড়েকে নিয়ে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *