স্টাফ রিপোর্টার, উদয়পুর, ২৫ মে।। ২০২১ সালের উদয়পুর খিলপাড়া এলাকায় নৃশংসভাবে খুন হয়েছিলেন টিটু মিয়া খাদিম। তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছিল তারই বড়ভাই নুর মহম্মদ খাদিমের বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক ছিল।দীর্ঘ সাত মাস পর উদয়পুর আরকে পুর থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত নুর মহম্মদ খাদিম যাত্রাপুর থানা এলাকায় লুকিয়ে আছে। সেই মোতাবেক মঙ্গলবার গভীর রাতেই যাত্রাপুর থেকে তাকে গ্রেফতার করে উদয়পুর নিয়ে আসা হয়। আসামি গ্রেফতার হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।