আট মাস ধরে ১৫ পরিবারকে কার্যত গৃহবন্দি করে রেখেছেন নেত্রী, ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২৪ মে।। উত্তর জেলার কদমতলা ব্লকের সাতসঙ্গম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের সদস্যা সঞ্চিতা মালাকার এবং তার দুই আত্মীয়ের বাড়িতে সরকারি ঘর নির্মিত হয়েছে। তাই আট মাস আগে তাদের বাড়িতে ঘর নির্মাণের জন্য অনিল মালাকারের বাড়ি থেকে সাধনা দেবের বাড়ি পর্যন্ত প্রায় ৪০০ মিটার গ্রামীণ রাস্তার মাটি ফেলেছিলেন পঞ্চায়েত সদস্যা নিজেই। ওই এলাকা যেহেতু টিলা ভূমিতে অবস্থিত তাই ঘরের জন্য কাটা মাটি রাস্তায় ফেলা হয়েছিল।

এলাকাবাসীকে বলা হয় কিছুদিনের মধ্যে মাটি সরিয়ে নেওয়া হবে। কিন্তু এভাবে ৮ মাস অতিক্রান্ত হয়ে গেছে। এলাকাবাসী এখন ওই রাস্তা দিয়ে চলাচল করতে পারছেন না। তাদের আশঙ্কা যেকোনও সময় দুর্ঘটনাও ঘটতে পারে। বৃষ্টি হলে রাস্তার অবস্থা একেবারে ভয়ঙ্কর রূপ নেয়। প্রধানকে এই বিষয়ে জানানোর পরেও তারা কিছুই করছেন বলে অভিযোগ। অবিলম্বে সমস্যার সমাধান করা না হলে আন্দোলনে নামবেন ভুক্তভোগীরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *