ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ডের একজন কর্নেল আততায়ীদের গুলিতে নিহত

অনলাইন ডেস্ক, ২৩ মে।। ইরানের ক্ষমতাধর রেভ্যুলেশনারি গার্ডের একজন কর্নেল আততায়ীদের গুলিতে নিহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, স্থানীয় সময় রবিবার বিকেলে দুইজন বন্দুকধারী মোটরসাইকেলে এসে কর্নেল সাইয়াদ খোদাই নামের ওই কর্নেলকে পাঁচবার গুলি করেন। তিনি সেসময় তার বাড়ির সামনে একটি গাড়ির মধ্যে ছিলেন।

বিবিসির মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান উশার জানান, ২০২০ সালে একজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করার পর ইরানে এই প্রথম বড় কোনো নিরাপত্তা ভঙ্গের ঘটনা ঘটলো।

কর্নেল খোদাই ছিলেন এলিট কুদস বাহিনীর একজন জ্যেষ্ঠ সদস্য।

তারা রেভ্যুলেশনারি গার্ডের একটা অঙ্গপ্রতিষ্ঠান যারা বিদেশে তাদের অভিযান পরিচালনা করে।

এই বাহিনী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন করে এবং মধ্যপ্রাচ্যজুড়ে নানা হামলার পেছনে বাহিনীটি দায়ী, এমন অভিযোগ করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়িদ খতিবজাদেহ বলেছেন, কর্নেল ইরানের ঘোরতর শত্রুদের হাতে নিহত হয়েছেন। তার ভাষায় এরা আন্তর্জাতিক মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠী।

তিনি আরও বলেন, যেসব দেশ দাবি করে তারা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছে তারা দুঃখজনকভাবে নীরব রয়েছে এবং সমর্থন করছে।’

এই হত্যার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের সরকারি গণমাধ্যম জানিয়েছে, রেভ্যুলেশনারি গার্ড ইসরায়েলের গুপ্তচরদের একটা নেটওয়ার্কের সদস্যদের গ্রেপ্তার করেছে।

এই বিষয়ে ইসরায়েলের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *