বিশ্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস

অনলাইন ডেস্ক, ২৩ মে।। করোনাভাইরাস, ইউক্রেন যুদ্ধ ও মাঙ্কিপক্সের মতো সংকট নিয়ে বিশ্ব বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেইসাস।

বিবিসি জানায়, আফ্রিকার বাইরে ১৫টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ায় জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা রবিবার জেনেভায় এক আলোচনায় বসেন। সেখানেই টেড্রোস এই সংকটের কথা তুলে ধরেন।

ড. টেড্রোস বলেন, মহামারি করোনাই কেবল বিশ্বের সংকট নয়। আমরা বিশ্বব্যাপী আমাদের সহকর্মীদের সঙ্গে কথা বলেছি। কঙ্গোতে ইবোলা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। মাঙ্কিপক্স এবং হেপাটাইটিসের মতো অন্যান্য রোগ আফগানিস্থান, ইথিওপিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সিরিয়া, ইউক্রেন এবং ইয়েমেনে মানবিক সংকট সৃষ্টি করেছে।

‘জলবায়ু পরিবর্তন, বৈষম্য এবং ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে আমরা রোগ, খরা, দুর্ভিক্ষ এবং যুদ্ধের মতো ভয়াবহ সংকটের মুখোমুখি হচ্ছি।’ বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইসরাইলে মাঙ্কিপক্সে সংক্রমিত ৮০ জনেরও রোগী শনাক্ত হয়েছে।

গণ সংক্রমণের ঝুঁকি থাকায় এটিকে নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে।

মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এই ভাইরাসের হদিস পাওয়া যায়।

যুক্তরাজ্যের জাতীয় পরিষেবার মতে, এটি একটি বিরল ভাইরাল ইনফেকশন যা সাধারণত মৃদু উপসর্গ থাকে। আক্রান্ত রোগীর অধিকাংশই কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।

এই ভাইরাস সহজে অন্যদের মধ্যে ছড়ায় না। মাঙ্কি পক্স প্রতিরোধী কোনো টিকা নেই।

এদিকে যুক্তরাজ্যে ব্যাপক হারে বাড়ছে এই রোগে সংক্রমিত রোগীর সংখ্যা। যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, শুক্রবার দেশটিতে নতুন করে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন ২০ জন। সোমবার নতুন পরিসংখ্যান প্রকাশ করা হবে বলে গার্ডিয়ানের খবরে বলা হয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *