১১ দেশে মাঙ্কি পক্স শনাক্ত

অনলাইন ডেস্ক, ২১ মে।। অন্তত ১১ দেশে মাঙ্কি পক্সে আক্রান্ত ৮০ জন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। খবর বিবিসির।

কোনো দেশের নাম উল্লেখ না করে ডব্লিউএইচও জানিয়েছে যে, সন্দেহভাজন আরও ৫০ রোগী শনাক্তের বিষয়টি তদন্তে রয়েছে।

এর আগে ইতালি, সুইডেন, স্পেন, পর্তুগাল, যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যে মাঙ্কি ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। ইউরোপীয়ন দেশে প্রথম এই রোগ শনাক্ত হয়।

মূলত পশ্চিম ও মধ্য আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে এই ভাইরাসের হদিস পাওয়া যায়।

যুক্তরাজ্যের জাতীয় পরিষেবার মতে, এটি একটি বিরল ভাইরাল ইনফেকশন যা সাধারণত মৃদু উপসর্গ থাকে। আক্রান্ত রোগীর অধিকাংশই কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।

এই ভাইরাস সহজে অন্যদের মধ্যে ছড়ায় না। মাঙ্কি পক্স প্রতিরোধী কোনো টিকা নেই।

শুক্রবার ডব্লিউএইচও এক বিবৃতিতে জানায়, সম্প্রতি ১১টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। তারা আক্রান্ত দেশগুলোতে কাজ করছে।

অন্যরা আক্রান্ত হতে পারে এমন লোকদের খুঁজে তাদের সহায়তা দিতে কাজ করছে।

মাঙ্কি পক্সে আক্রান্তদের শরীরে যে সব লক্ষণ দেখা যায়—

প্রাথমিক উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, মাথা যন্ত্রণা, পিঠ ও গায়ে ব্যথার মতো লক্ষণ। দেখা দিতে পারে কাঁপুনি ও ক্লান্তিও।

শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি ফুলে ওঠে। সঙ্গে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে থাকে মুখে। ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে সেই ক্ষত।

হাম, বসন্ত, স্কার্ভি ও সিফিলিসের কিছু কিছু লক্ষণের সঙ্গে এই রোগের উপসর্গগুলো কিছুটা মিল পাওয়া যায়। তাই অনেকেই এই রোগের প্রাথমিক উপসর্গগুলো চিনতে ভুল করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *