চিকিৎসাধীন প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২০ মে।। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা:) মানিক সাহা আজ সকালে হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা বিধায়ক বাদল চৌধুরীকে দেখতে যান। হাসপাতালের আইসিইউ-তে ভর্তি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁর বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন ও প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডা: সাহা বলেন, প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে আসি। আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।

চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।এরপর মুখ্যমন্ত্রী ত্রিপুরা মেডিক্যাল কলেজ ও ড. বি আর আম্বেদকর টিচিং হাসপাতালের ডেন্টাল সার্জারি বিভাগ এবং মেডিক্যাল সুপারের অফিস পরিদর্শন করেন। হাসপাতালের চিকিৎসা পরিষেবার গুণগতমান আরও কিভাবে বাড়ানো যেতে পারে সে বিষয়ে মুখ্যমন্ত্রী ডা: সাহা হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ জয়ন্ত কুমার পোদ্দারের সঙ্গে আলোচনা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *