অনলাইন ডেস্ক, ২ মার্চ।। পেশাদার ফুটবলারদের আন্তর্জাতিক সংগঠন ফিফপ্রো জানিয়েছে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে দু’জন তরুণ ইউক্রেনিয়ান ফুটবলার মারা গেছেন।
তাদের একজন ২১ বছর বয়সী ভিতালি সাপিলো এবং অন্যজন ২৫ বছর বয়সী দিমিত্রো মার্তিনেঙ্কো। এই দুই ফুটবলার প্রাণ হারিয়েছেন রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধে।
সাপিলো খেলতেন কারপাতি লাভিভের যুব দলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইউক্রেনের ক্লাবটি। তারা জানায়, এই তরুণ ফুটবলার শুক্রবার মারা যান।
অন্যদিকে, মার্তিনেঙ্কো ছিলেন এফসি গোস্তোমেলের খেলোয়াড়। রাশিয়ানদের বোমা হামলায় মারা যান তিনি।
ফিফপ্রো জানায়, ‘আমাদের চিন্তা তরুণ ইউক্রেনিয়ান ফুটবলার ভিতালি সাপিলো ও দিমিত্রো মার্তিনেঙ্কোর পরিবার, বন্ধু ও সতীর্থদের সঙ্গে আছে। এই যুদ্ধে এই প্রথম ফুটবলের ক্ষতির কথা জানানো হলো। তারা দুজনে শান্তিতে ঘুমাক।’