অনলাইন ডেস্ক , ১৭ মে।। ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সোমবার এলিজাবেথ বর্নির নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যদিয়ে ৩০ বছর পর আবার নারী সরকার প্রধান পেল দেশবাসী।
বর্নি বর্তমান প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের স্থলাভিষিক্ত হবেন বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে এলিসি পেলেস।
এলিজাবেথ দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে ১৯৯১ সালের মে থেকে ১৯৯২ সালের এপ্রিল পর্যন্ত এডিথ ক্রেসন দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
৬১ বছর বয়সী বর্নি এর আগে পরিবেশ, পরিবহন এবং শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত এপ্রিলের প্রেসিডেন্ট নির্বাচনে মাক্রো দ্বিতীয় মেয়াদে জয়লাভ করেন। এর এক মাস পরই তিনি সরকার প্রধানের পদে রদবদল আনলেন।