টেনিস টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে চেন্নাইতে

অনলাইন ডেস্ক, ১৬ মে।। ১৯৯৭ থেকে ২০১৭, দীর্ঘ বেশ কয়েকটা বছর চেন্নাই’তে এটিপি ৫০০ ইভেন্ট আয়োজন করা হলেও বর্তমানে তা সরেছে পুণেতে। তবে ফের এবার অপেক্ষা অবসান ঘটতে চলেছে, ফের আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট ফিরতে চলেছেন চেন্নাইয়ে।

আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর জুড়ে ডব্লুটিএ ২৫০ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে চেন্নাইতে। টুর্নামেন্টের মুল স্পন্সর তামিলনাড়ুর সরকার।তামিলনাড়ু টেনিস সংস্থার প্রধান বিজয় অমৃতরাজ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, মুখ‍্যমন্ত্রী’র তরফে সব ধরনের সহযোগিতা’র আশ্বাস জানানো হয়েছে।ইতিমধ্যে জোরকদমে কাজ চলছে,কিছু নিয়ম কানুন এবং কাগজপত্রে সই’য়ের কাজ বাকি আছে,সেগুলো হয়ে যাবে খুব শীঘ্রই।চিনের অবস্থা খারাপ হওয়ার জেরে চেন্নাইয়ের হাতে বরাত আছে এই টুর্নামেন্ট আয়োজনের।

মোট ৩২ জন খেলোয়াড় খেলবে এই টুর্নামেন্টে।২৪ জন সরাসরি খেলবে টু্র্নামেন্টে।চারজন খেলবে কোয়ালিফায়ার খেলার মধ‍্যে দিয়ে,চারজন পাবে ওয়াইল্ড কার্ড এন্ট্রি।এর মধ্যে সিঙ্গেলসের কোয়ালিফায়ারে ২৪টি ও ডাবলস ১৬টি এন্ট্রি।প্রসঙ্গত,এই প্রথমবার ভারতের মাটিতে ডব্লুটিএ ইভেন্ট অনুষ্ঠিত হতে চলেছে‌।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *