অনলাইন ডেস্ক, ২ মার্চ।। রাশিয়ান বাহিনীর হাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খারসনের শহরের পতন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। শহরটিতে অন্তত দুই শতাধিক মানুষ নিহত হয়েছে।
স্থানীয় কাউন্সিলের একজন সদস্য বিবিসিকে জানিয়েছেন, অন্তত ২০০ জন মানুষ নিহত হয়েছে এবং আরও অনেক মানুষ আহত।
সরকার ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন শহরটির মেয়র।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর গত কয়েক দিনে রুশ বাহিনী দেশটির রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ঢুকে পড়েছে। এসব শহরের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।