যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত

অনলাইন ডেস্ক, ১৫ মে।। যুক্তরাষ্ট্রের একটি সুপারমার্কেটে বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

বাফেলো নগরীরে এ ঘটনায় অভিযুক্ত ১৮ বছরের এক তরুণকে আটক করা হয়েছে। তবে পুলিশ তার নাম জানায়নি।

বিবিসি জানায়, সন্দেহভাজন ওই তরুণ শনিবার বিকেলে একটি জনবহুল সুপার মার্কেটে যান। এরপর নির্বিচারে গুলি চালাতে থাকেন। হামলাটি অনলাইনে দেখানোর জন্য বন্দুকধারী এ সময় ক্যামেরাও ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ।

এফবিআই এই ঘটনাকে বর্বর চরমপন্থা বলে অভিহিত করেছেন।

সংবাদ সম্মেলন করে এফবিআইয়ের বাফেলো অফিসের ইনচার্জ স্টিফেন বেলোনজিয়া বলেন, এটি জাতিগত বিদ্বেষমূলক নাকি ঘৃণিত অপরাধ- বিষয়টি ধরেই আমরা এই ঘটনার তদন্ত করছি।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাঙলিয়া বলেন, নগরীর কৃষ্ণাঙ্গ অধ্যুষিত ওই এলাকায় পৌঁছাতে অভিযুক্ত ব্যক্তির কয়েক ঘণ্টা লেগেছে। এ ঘটনায় ১৩ জন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। অধিকাংশই ছিলেন ‘কৃষ্ণাঙ্গ’।

আহত তিনজন ব্যক্তি ওই সুপার মার্কেটে কাজ করতেন।

ওই মার্কেটে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত সাবেক এক পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ওই তরুণকে গুলি করতে চেয়েছিলেন কিন্তু তার আগেই সে সবাইকে মেরে ফেলে।

পুলিশের একজন সোর্স সিবিএসকে জানিয়েছেন যে, ওই তরুণ গুলি ছোড়ার সময় জাতিগত বিদ্বেষমূলক গালিগালাজ করছিলেন।

অভিযুক্ত তরুণ উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল নিয়ে এসেছিলেন। তার মাথায় হেলমেট ও শরীরে আঘাত প্রতিহত করে এমন বর্ম ছিল। আটক করার আগেই ওই তরুণ অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *