স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১৩ মে।। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব চাইছে রাজ্যকে নেশা মুক্ত ত্রিপুরা হিসাবে গড়ে তোলার জন্য। কিন্তু একাংশ নেশা কারবারীরা মুখ্যমন্ত্রীকে বুড়ো আংগুল দেখিয়ে দিনের পর দিন নেশার রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আর যার ফলে ধ্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ। ফলে একাংশ যুব সমাজ নেশা সামগ্রী কেনার টাকার জোগাড় করার জন্য বিভিন্ন অপকর্মে জড়িয়ে যাচ্ছে। এবার নেশার টাকা জোগাড় করতে গিয়ে ছাগল চোর সন্দেহে আটক এলাকাবাসীর হাতে দুই যুবক। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত বিশালগড় লালটিলা এলাকায়। জানা যায় শুক্রবার সকাল ৯ টায় লালটিলা এলাকার দুই যুবক রামু রবিদাস (২২) এবং ছোটন দাস (২২) দুই যুবককে এলাকার জনগণ ছাগল চোর সন্দেহে আটক করে খবর পাঠায় বিশালগড় থানায়। তারপর ওই দুই যুবককে উত্তম-মধ্যম দিয়ে তুলে দেয়
পুলিশের হাতে। এদিকে এলাকাবাসীদের অভিযোগ লালটিলা এলাকা থেকে দীর্ঘদিন ধরে বাড়িঘরের হাস মুরগী, রাবার শিট এবং ছাগল চুরি হচ্ছিল। সেই মোতাবেক শুক্রবার স্থানীয় জনগণ দুই যুবকের কথাবার্তায় অসংলগ্নতা পাওয়াই উত্তম-মধ্যম দিয়ে তুলে দেয় হয় পুলিশের হাতে। তবে এলাকাবাসীদের বক্তব্য নেশা সামগ্রী কেনার জন্য টাকা জোগাড় করতেই এই দুই যুবক ছাগল চুরি করতে এসেছিল।