স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ১২ মে।। উৎসবের মধ্য দিয়ে সামাজিকতার বন্ধন দৃঢ় হয়। শিশুদের জীবনযাত্রার বিকাশের মধ্যদিয়ে উন্নত সমাজ গঠন সম্ভব। গতকাল বীরচন্দ্র মনুবাজারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল।
অনুষ্ঠানে শান্তিরবাজার মহকুমার ৩০ জন কৃষককে কৃষি সামগ্রী, ১০০ জন করে দুঃস্থ ও দিব্যাঙ্গজনদের বস্ত্র প্রদান, ৩০০ জন মেধাবী ছাত্রছাত্রীকে পঠন-পাঠন সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে মহকুমার বিশিষ্ট সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়। শিশুরা হলো ফুলের মতো। তারাই হলো আগামীদিনের ভবিষ্যৎ।
বর্তমান রাজ্য সরকার যে সকল উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে তা আগামীদিনে শিশুদের জীবনমান উন্নয়নে প্রভূত ভূমিকা পালন করবে বলে এদিনের অনুষ্ঠানে আশা প্রকাশ করেন সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, জীবন গড়া ও চলার পথে শিশুদের উৎসাহ প্রদান করাই সমাজের কর্তব্য।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজেবী মঞ্জু মগ। এছাড়াও উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপার্সন স্বপ্না বৈদ্য ও ভাইস চেয়ারপার্স সত্যব্রত সাহা, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, বকাফা ব্লকের বিডিও রুপম দাস, সমাজসেবী সুমন দেবনাথ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
এদিনের অনুষ্ঠানে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৬ জন শিশুকে পুরস্কার প্রদান করা হয়।