রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র : মমতা

অনলাইন ডেস্ক, ১২মে।। টাউন হলে বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক সারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘আমলারাই সরকারের আসল মুখ। ৩ জন জেলাশাসক খুব ভালো কাজ করছেন। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূমের ডিএম ভালো কাজ করছেন। আগামী দিনে জেলা বাড়লে বাড়তি অফিসার লাগবে। করোনার বিরুদ্ধে তারা যেভাবে লড়াই করেছেন তাতে আমরা কৃতজ্ঞ। রাজ্য সরকার অফিসারদের ভালো কাজের স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি করা হয়েছে। আগে ডেপুটি সেক্রেটারি হতে ১৬ বছ লাগত এখন ৮ বছর লাগে। যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে। তবে আইএএস অফিসার প্রয়োজনের তুলনায় রাজ্যে এখনও অনেক কম। কোভিডকালে আমরা ৪ জন WBCS আধিকারিককে হারিয়েছি।’

এদিন রাজ্যের বকেয়া টাকা নিয়েও কেন্দ্রকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘১০০ দিনের কাজের টাকা মেটায়নি কেন্দ্র। রাজ্যের টাকায় থাবা বসাচ্ছে কেন্দ্র। দুয়ারে সরকার, পাড়ায় সমাধা থেকে কন্যাশ্রী, ১০০ দিনের কাজ, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *