অনলাইন ডেস্ক, ১২মে।। শ্রীলঙ্কায় সেনা পাঠানো নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরকে কল্পনাপ্রসূত আখ্যা দিয়ে তা নাকচ করে দিয়েছে ভারত। কলম্বোয় ভারতীয় হাইকমিশন আজ বুধবার এক বিবৃতি দিয়ে এই খবর প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সমর্থন করে ভারত।
ভারতীয় হাইকমিশন টুইটে বলেছে, ‘শ্রীলঙ্কায় সেনা পাঠাচ্ছে ভারত- কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের এমন কল্পনাপ্রসূত খবর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে হাইকমিশন। এমন খবর ও মতামত ভারত সরকারের অবস্থানের সঙ্গে যায় না’।
আরেকটি টুইটে বলা হয়, ‘শ্রীলঙ্কার গণতন্ত্র, স্থিতিশীলতা ও অর্থনীতি পুনরুদ্ধার পুরোপুরি সমর্থন করে ভারত। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট ভাষায় তা জানিয়ে দিয়েছেন’।
আগের দিন শ্রীলঙ্কার স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তার পরিবারের সদস্যরা ভারতে পালিয়েছেন। এ খবরকেও ‘ভুয়া এবং নিতান্তই মিথ্যা’ আখ্যা দিয়ে তাও অস্বীকার করেছে ভারতীয় হাইকমিশন।