গাঁজা বোঝাই মারুতী ভ্যান সহ দুই যুবক আটক মধুপুরে

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ১১ মে।। বুধবার দুপুর বেলা মধুপুর থানার ওসি বুদ্ধ দেববর্মা এবং সেকেন্ড অফিসার শুভজিৎ দেব ভেহিকেলস চেকিং এর উদ্দেশ্যে থানা থেকে বের হয়। এমন সময় বনকুমারি এলাকায় যেতেই দুই যুবক মারুতি বোঝাই করে গাজা নিয়ে রাস্তার মাথা থেকে কোনাবনের উদ্দেশ্যে আসছিল।

পরবর্তী সময়ে তাদেরকে সন্দেহমূলক আটক করে গাড়ি তল্লাশি চালায় পরবর্তী সময়ে সেই মারুতি গাড়ির মধ্য থেকে ৪৯ কেজি শুকনো গাজা উদ্ধার করে।যে মারুতি গাড়ি থেকে গাঁজা গুলি উদ্ধার করা হয়েছে তার নম্বর TR01L0420 পরবর্তী সময়ে সে দুই যুবককে গাড়িসহ মধুপুর থানা গ্রেপ্তার করে নিয়ে আসে। তাদের নাম বিপুল দেববর্মা বয়স ৩২ এবং অজয় দেববর্মা বয়স ২৩ । এদিকে খবর নিয়ে জানা যায় সেই দুই যুবক এক উপজাতি অংশের মহিলার শুকনো গাঁজা গুলি এডিসি এলাকা থেকে কোনাবনেৱ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

জানা যায় কোনাবনসহ কমলাসাগর বিভিন্ন এলাকার অনেক গাজা চাষি রয়েছে যারা এডিসি এলাকার মধ্যে গত কয়েক বছর যাবৎ গাঁজা চাষ করে আসছে। তার মধ্যে এক উপজাতি অংশের মহিলা ওই এলাকা থেকে গাঁজা গুলি শুকিয়ে বস্তা ভর্তি করে নিয়ে আসছিল কোনাবনেৱ উদ্দেশ্যে। যার ফলে বনকুমারি এলাকায় পুলিশের তল্লাশি সেই গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে মধুপুর থানার পুলিশ।

এদিকে খবর পেয়ে সেই দুই যুবকের মা এসে মধুপুর থানায় কান্নায় ভেঙ্গে পড়েন। যদিও পুলিশ তাদেরকে কোনো সদুত্তর দিতে পারেনি। অন্যদিকে খবর পেয়ে ছুটে আসেন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক। জানা যায় বৃহস্পতিবার তাদেরকে মহকুমা আদালতে তোলা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *