স্টাফ রিপোর্টার, উদয়পুর, ১১ মে।। ব্রেন টিউমারের আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে স্কুলপড়ুয়া। নাম চিরঞ্জিত দে, চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সে।হঠাৎ করে তিনটি পরীক্ষা দেওয়ার পরে তার ব্রেইন টিউমার ধরা পড়ে । এখন সে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন।বিগত ৩ দিন ধরে সে কোমায় আচ্ছন্ন।
চিকিৎসক অতিসত্বর তাকে উন্নত চিকিৎসার জন্য আ্যপলো হাসপাতালে নিয়ে যেতে বলেছেন । কিন্তু তার পারিবারিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসার জন্য রাজ্যের বাইরে নিয়ে যাওয়া কোনভাবেই সম্ভব হচ্ছে না। তার বাবা রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
তাছাড়া চিরঞ্জিতের পরিবারের পক্ষ থেকে তার সুচিকিৎসার জন্য সাধ্যমতো আর্থিক ভাবে সাহায্য করার আবেদন জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিক ব্যক্তিগতভাবে খোঁজ নিচ্ছে এবং ডঃ রেড্ডির সাথে উন্নত চিকিৎসার জন্য কথা হয়েছে বলে জানা যায়।
একাউন্ট নং: ৮০৫১০১৯৯০০০৫১
রামকৃষ্ণ দে, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইএফএসসি: পি ইউ এন বি জিরো আর আর বি টি জি বি। মোবাইল: ৮১১৯০১১৬৭৬৮, ৯০৮৯৪৩২৫৪৮