সবকিছুর দাম গত এক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে

অনলাইন ডেস্ক, ১১ মে।। পেট্রোল – ডিজেল সেঞ্চুরি পার করেছে আগেই, রান্নার গ্যাসের সিলিন্ডার ১০০০ ছাড়িয়েছে। চাল, ডাল, আলু, ভোজ্য তেল সবকিছুর দাম আয়ত্তের বাইরে চলে গিয়েছে। জীবন ধারণ করতে নাভিশ্বাস উঠছে আমজনতার।

সবকিছুর দাম গত এক দশকের রেকর্ড ভেঙে ফেলেছে। মোদি সরকারের উপভোক্তা বিষয়ক মন্ত্রক ২২টি খাদ্যপণ্যের দামে নজরদারি করে। সরকারের হিসাব বলছে, এই ২২টি খাদ্যপণ্যের মধ্যে ৯টির মাসিক গড় দাম গত মাসে অর্থাৎ এপ্রিলে রেকর্ড ছাপিয়ে গিয়েছে।

পরিসংখ্যান বলছে বিগত একবছরের মধ্যে মোট ২২টি খাদ্যপণ্যের দাম বেড়েছে ৯.৭%,
পেট্রলের দাম বেড়েছে ৮.৯%, গত এক বছরে পেট্রলের দাম ১৬ শতাংশের বেশি, ডিজ়েলের দাম ১৯ শতাংশের বেশি এবং রান্নার গ্যাসের দাম ১৭ শতাংশের বেশি বেড়েছে।

আটা, ময়দা,সর্ষে, পাম, সয়াবিন তেল এমনকি নুুনের দাম পর্যন্ত এই এক দশকে এতটা লাগামছাড়া হয়নি।

কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন প্রধান মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘মানুষের পকেট খালি করার পরে এবার মোদি সরকার খাবারের থালাও খালি করে দিয়েছে।’’

আরও এক কংগ্রেস নেতা পবন খেরার পাল্টা মন্তব্য, ‘‘জিনিসপত্রের দাম থেকে নজর সরাতেই লাউডস্পিকার বনাম হনুমান চালিশা, বোরখা, লাভ জিহাদ, মসজিদ বনাম মন্দিরের বিতর্ক টেনে আনা হচ্ছে।” মোদিজি দেশের মানুষ ধর্মান্ধ নন, তারা সবটা বোঝেন। সরব হয়েছেন কংগ্রেস নেতারা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *