স্টাফ রিপোর্টার, আগরতলা, ১০ মে।। সোমবার গভীর রাতে বড়জলা মহান ক্লাব এলাকায় ৪টি বোমা নিক্ষেপ করা হয় ২টি বাড়ি এবং পার্শ্ববর্তী দোকানে বোমা নিক্ষেপের অভিযোগ করেন স্থানীয়রা। পুরো ঘটনা ধরা পড়লো সিসি ক্যামেরার ফুটেজে। এর আগেও একই ধরণের ঘটনা ঘটেছিল। কিন্তু বোমা নিক্ষেপের পেছনে কারণ অবশ্য কেউই বলতে পারছেন না।
প্রসঙ্গত, কিছুদিন আগে ওই এলাকায় এমন ঘটনা আরও একবার ঘটেছে। যাদের বাড়িতে বোমা নিক্ষেপ করা হয়েছে তারা জানান, রাতে বোমার আওয়াজ শোনার পর তারা এনসিসি থানায় খবর দেন। পুলিশ গিয়ে বোমা নিক্ষেপ এর বিষয়টি নিশ্চিত করেছে। প্রাথমিক তদন্ত করা হয়।
আজ সকালে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে বোমা নিক্ষেপের ঘটনা। খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকে সনাক্ত করতে পারেনি।