মাখোঁ : ইইউ সদস্য হতে ইউক্রেনের বেশ কয়েক বছর লেগে যেতে পারে।

অনলাইন ডেস্ক, ১০ মে।। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, ইউক্রেনের ইইউ সদস্য হতে কয়েক দশক লেগে যেতে পারে।

মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদন মতে, ফ্রান্সের স্ট্রাসবার্গে ইইউ পার্লামেন্টে মাখোঁ বলেন, ইইউয়ে ইউক্রেনের যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় পূর্ব ইউরোপের দেশটি ‘প্যারালাল ইউরোপিয়ান কমিউনিটি’তে যোগ দিতে পারে।

তিনি আরও বলেন, ইইউ সদস্য নয় এমন দেশগুলো এই সংস্থায় যোগ দিলে ইউরোপের নিরাপত্তা কাঠামোর আওতায় আসতে পারবে।

মাখোঁ এমন মন্তব্য এমন সময় করলেন যখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনবাসে তুমুল লড়াই চলছে। রাশিয়া সেখানে অবস্থান শক্ত করতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে।

পূর্বাঞ্চলীয় লুহানস্কের এক ইউক্রেনীয় নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, সেখানে ব্যাপক আকারে যুদ্ধ চলছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের মাত্র ৪ দিন আগে কিয়েভ ইইউয়ে যোগ দেওয়ার আবেদন প্রক্রিয়া শুরু করে।

মাখোঁ বলেন, ‘সবাই জানেন যে ইইউ সদস্য হতে ইউক্রেনের বেশ কয়েক বছর লেগে যেতে পারে। যদি না আমরা সদস্য হওয়ার নিয়মনীতি না বদলাই, বা ইউরোপীয় ঐক্যের কথা ভাবি।’

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *