স্টাফ রিপোর্টার, কল্যাণপুর, ১ মার্চ৷৷ বুলেরো গাড়িকে স্ট্যান্ট দেখাতে গিয়ে নিজের জীবনের কথা না চিন্তা করে অপর আরেক ভাইকে পিছন থেকে ধাক্কা মেরে জিবিতে স্থান পেল দুই যুবক৷
সংবাদে প্রকাশ, মঙ্গলবার সকাল বেলা কল্যাণপুর থানাধীন দক্ষিণ ঘিলাতলীর অভিচরণ মাস্টার পাড়া এলাকায় এক বুলেরো গাড়ি কে ওভারটেক করতে গিয়ে অপর একটি বাইকে পিছন থেকে ধাক্কা দিয়ে নিজের বাইক থেকে ছিটকে পড়ল দুই যুবক৷ টিআর০৬ এ ৬৯৭১ নম্বরের বাইক নিয়ে অভিজিৎ দেবনাথ এবং করণ ঘোষ নামের দুই যুবক তেলিয়ামুড়া দিক থেকে আসছিল৷
প্রত্যক্ষদর্শীদের মতে এই দুই যুবক বাইকটি প্রচন্ড গতিবেগে চালিয়ে আসছিল বলে জানায়৷ পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতের হরিকুমার নাথ পাড়ায় সিসি রোডের কাজে ব্যবহৃত পাথর আনলোড করে টিআর ০৫ এ ১৬৭৫ তেলিয়ামুড়া দিকে যাচ্ছিল বলেরো গাড়িটি এবং টিআর ০১ এস ৮৯৫৫ নম্বরের বাইকটিও দাউছড়ার দিকে যাচ্ছিল পেছন থেকে সজোরে ধাক্কা টিআর০৬ এ ৬৯৭১ বাইকটি৷ এতে আহত হয় মোট চারজন টিআর ০১ এস ৮৯৫৫ নম্বরের বাইকটিতে আরোহী ছিল দুই জন দুর্ঘটনার পর অল্পবিস্তর আহত হয়েছে স্থান থেকে বাইক ফেলে চম্পট হয়ে যান এলাকা সূত্রের খবর৷
অভিজিৎ এবং করণ বেশ গুরুতর আঘাত পাওয়ায় রাস্তায় চটপট করতে থাকায় স্থানীয় মানুষরা দুজনকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনার খবর পেয়ে কল্যাণপুর নির্বাপক দফতরের কর্মীরা পৌঁছার আগেই আহত ২ জনকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷
ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ বাইক দুটি এবং বুলেরো গাড়ি কে আটক করে কল্যাণপুর থানায় নিয়ে আসে৷ করণ ঘোষের মাথায় এবং হাতে গুরুতর ব্যাথা পেয়েছে বলে জানা গেছে অপরদিকে অভিজিৎ দেবনাথ এর একটা প্রচন্ড ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে উন্নত চিকিৎসার জন্য তেলিয়ামুড়া মহাকুমা হাসপাতাল থেকে রাজধানী জিবি হাসপাতালে রেফার করা হয় দুজনকে৷ সাত সকালে এই ভয়ানক দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷