বিক্ষোভকারীদের মুখে পড়ে দুইজনকে গুলি করে নিজের আত্মহত্যা করেন শ্রীলঙ্কার সংসদ সদস্য

অনলাইন ডেস্ক, ১০ মে।। শ্রীলঙ্কার ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়ে নিজের পিস্তল দিয়ে দুইজনকে গুলি করে নিজে আত্মহত্যা করেছেন।

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সমর্থক ও সরকারবিরোধীদের সংঘর্ষের মধ্যে এক সংসদ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৯০ জনের বেশি। পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপক্ষে। খবর এএফপির

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, হাম্বানটোটার মেদামুলানায় রাজাপাকসের পৈতৃক বাড়িতে আগুন দেয়া হয়েছে। আগুন দেয়ার একটি ভিডিও ফুটেজ অনলাইনে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা গেছে, বিক্ষোভকারীরা দূরে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটি জ্বলছে।

সোমবার দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-সহিংসতার মধ্যে এ ঘটনা ঘটে। এর আগে রাজাপাকসে পদত্যাগ করেন।

বিক্ষোভ-সহিংসতায় দেশটির একজন এমপি আত্মহত্যা করেছেন। এ ছাড়া এই সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন বলে পুলিশের বরাতে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানায়, ক্ষমতাসীন দলের সংসদ সদস্য অমরাকীর্থি আথুকোরালা রাজধানী কলম্বোর উপকণ্ঠে বিক্ষোভকারীদের অবরোধের মুখে পড়েন। এ সময় দুই বিক্ষোভকারীকে গুলি করেন তিনি। এতে ২৭ বছর বয়সী এক যুবক মারা যান। এ সময় সরকারবিরোধী বিক্ষোভকারীরা তাকে ঘিরে ধরেন। পরে নিজের পিস্তল দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেন ওই সংসদ সদস্য।

অব্যাহত অর্থনৈতিক সংকটের কারণে দেশটির সাধারণ মানুষ এক মাসের বেশি সময় ধরে কলম্বোসহ দেশটির বড় শহরগুলোতে বিক্ষোভ করছেন। রাজাপক্ষে পরিবারকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোসহ দাবি আদায়ের লক্ষ্যে কলম্বোতে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে গত ৯ এপ্রিল থেকে অবস্থান করছেন বিক্ষোভকারীরা।

সোমবার সকালে দেশের প্রত্যন্ত এলাকা থেকে কয়েকটি বাসে করে প্রধানমন্ত্রীর হাজারো সমর্থক তার সরকারি বাসভবনের কাছে জড়ো হন। তখন মাহিন্দা রাজাপক্ষে প্রায় তিন হাজার সমর্থকের উদ্দেশে বক্তব্য দেন। তিনি তাদের ‘জাতির স্বার্থ রক্ষার’ প্রতিশ্রুতি দেন।

পরে প্রধানমন্ত্রীর সমর্থকেরা সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর হামলা চালান ও তাদের তাঁবু ছিঁড়ে ফেলেন। এ সময় সরকারবিরোধী বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে দেন তারা।

সংঘর্ষ থামাতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে রাজধানী কলম্বোতে কারফিউ জারি করা হয়। পরে দেশজুড়ে কারফিউ জারি করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *