বাপের বাড়ি যেতে টাকা না দেওয়ায় বদমেজাজী স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামী

স্টাফ রিপোর্টার, বিশালগড়, ৯মে।। আমাদের রাজ্যে নারী নির্যাতনের ঘটনা অস্বাভাবিক কিছু নয়। নারীর উপর পুরুষের অকথ্য নির্যাতনের বহু মর্মান্তিক ঘটনা বহুবার আমরা শুনেছি। তবে এইবার কাহিনী সম্পূর্ণ উল্টো। বিভিন্ন কারণে আমাদের সমাজে পুরুষেরাও আজ নির্যাতিত। তবে হয়তো লোকলজ্জার ভয়ে এবং বিভিন্ন সামাজিক কারণে এই সব নির্যাতন লোকচক্ষুর আড়ালে থেকে যায়। এমনই একটি ঘটনা আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব।

ঘটনাটি ঘটে বিশালগড় মহকুমার দুর্গানগর এলাকায়। ঐ এলাকার বাসিন্দা মোঃ রুবেল কবির, তার স্ত্রীর নাম তাসমিনা বেগম। ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকালে পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র বিবাদ চরম আকার ধারণ করলে রুবেলের স্ত্রী তাসমিনা রুবেলকে একটি ধারালো অস্ত্রের মাধ্যমে এলোপাথাড়ি আঘাত করে। তাতে ঘটনাস্থলেই রুবেল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে।

পরবর্তী সময় পরিবারের অন্যান্য লোকেরা আক্রান্ত রুবেলকে আহত অবস্থায় নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালেই বর্তমানে আঘাতপ্রাপ্ত রুবেল চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জানা গিয়েছে, সোমবার সকালে তাসমিনা বাপেরবাড়ি যাওয়ার জন্য স্বামীর কাছে টাকা চেয়েছিলেন। এনিয়ে কথা কাটাকাটির সময় এই ঘটনা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *