স্টাফ রিপোর্টার, পানিসাগর, ৯ মে।।অবশেষে কিছুটা নড়েচড়ে বসলো পানিসাগর থানা। দীর্ঘদিন ধরে পানিসাগর থানার বিরুদ্ধে গরু পাচার নিয়ে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল। সোমবার সকালে পানিসাগর থানার সামনে রুটিন তল্লাশির সময় একটি গরু বোঝাই গাড়িকে আটক করা হয়। সেই গাড়িতে ছিল নয়টি গরু। জানা গিয়েছে বিভিন্ন গ্রাম থেকে চুরি করে গরু বাংলাদেশে পাচার করা হয়। পাচারের চক্রে বাংলাদেশের একটি সক্রিয় গোষ্ঠী জড়িত রয়েছে। সাথে এরাজ্যের একটি চক্রও যুক্ত আছে। উত্তর জেলা থেকে গরুগুলি পাচারকারীরা অন্য জেলাতেও নিয়ে যায়। বিশেষ করে খোয়াই এবং সিপাহীজলা জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হয়।